
সায়ন মাইতি, মেদিনীপুর : ৫৫ মিনিটে সাড়ে ৬ কেজির টিউমার অস্ত্রোপচার করে রোগীকে সুস্থ করলেন চিকিৎসক. মেদিনীপুর পৌরসভার তিন নং ওয়ার্ডের বাসিন্দা বর্ষা মাইতি। স্বামী বিপ্লব মাইতি, টোটো চালক। বেশকিছুদিন ধরেই এই বছর ৩৪ র মহিলা পেটের যন্ত্রণায় ভুগছিলেন। প্রথমে ভেবেছিলেন, গ্যাস হয়েছে। কিন্তু, ওষুধ খেয়েও যখন সুরাহা মেলেনি, তখন তিনি সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য দেখাতে যান। কিন্তু তাতেও সমাধান মেলেনি। এরপর তিনি মেদিনীপুরের এই বেসরকারি নার্সিংহোমে ভর্তি হন। পরীক্ষা-নিরিক্ষা করে ধরা পড়ে বর্ষার পেটে এক বিরল টিউমার. চটজলদি টিম তৈরি করেন প্রসূতি ডাক্তার মনীশ অধিকারী. প্রায় পঞ্চান্ন মিনিটের অপারেশনে সাড়ে ছ কেজির টিউমার তিনি পেট থেকে বের করেন।
এখন সুস্থ রয়েছেন বর্ষা. তাঁকে শীঘ্রই ছেড়ে দেওয়া হবে বলেও জানিয়েছে নার্সিংহোম কর্তৃপক্ষ. বর্ষার বাড়িতে এখন খুশির হাওয়া.