
নিজস্ব প্রতিনিধি, কলকাতা:মেট্রো যাত্রীদের জন্য দুঃখের খবর। দেড়মাস বন্ধ থাকবে দুটি রুটের মেট্রো চলাচলা।অসুবিধায় পড়তে চলেছেন মেট্রোযাত্রীরা। মেট্রো রেল সূত্রে খবর, দেড়মাস বন্ধ থাকবে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেডগামী মেট্রো। অন্যদিকে শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রোও বন্ধ থাকবে। ৮ ফেব্রুয়ারি থেকে ২৩ মার্চ পর্যন্ত মেট্রো চলাচলা বন্ধ থাকবে এই দুটি রুটে। রবিবার এই সিদ্ধান্তের কথা জানাল মেট্রোরেল কতৃপক্ষ।
কেন এমন সিদ্ধান্ত?মেট্রো রেল সূত্রে জানা গেছে, বউবাজারে মেট্রোর কাজ শেষের পথে। এবার হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ মেট্রো পরিষেবা চালু হবে।তাই পুরো সিগন্যাল ব্যবস্থা বদলানো প্রয়োজন। এই কাজে সময় লাগবে এক মাসের বেশি। সেজন্য এই দুটি লাইনে দেড়মাস পরিষেবা বন্ধ থাকবে।এদিকে, বউবাজার অংশের কাজ অসম্পূর্ণ থাকায় গত বছরের মার্চে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড মেট্রো পরিষেবা শুরু হয়। তারও আগে অবশ্য শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ মেট্রো পরিষেবা শুরু হয়। এখন বউবাজার অংশের কাজ শেষ হওয়ায় হাওড়া ময়দান থেকে যাত্রীরা সরাসরি সল্টলেকের সেক্টর ফাইভ পৌঁছে যেতে পারবেন। তবে ৮ ফেব্রুয়ারি থেকে ২৩ মার্চ পর্যন্ত এই রুটে মেট্রো পরিষেবা পাবেন না তাঁরা।
ভিডিও দেখুন-