
শান্তনু পান, মেদিনীপুর : জুনিয়র ডাক্তারদের বিক্ষোভের কারণে অবশেষে মেদিনীপুর মেডিকেল থেকে বের করে দেওয়া হল মোস্তাফিজুর রহমানকে। এই কলেজেরই ছাত্র মোস্তাফিজুর রহমান তৃণমূল ছাত্র পরিষদের একজন নেতা ছিলেন। তার বিরুদ্ধে হুমকি দেওয়ার ও রেগিং এর অভিযোগ তুলেছিলেন জুনিয়র ডাক্তারদের একাংশ। কয়েকদিন ধরে সেই ইস্যুতে মোস্তাফিজুরকে বের করার দাবিতে বিক্ষোভ চলছিল মেদিনীপুর মেডিকেলে। অবশেষে মেদিনীপুর মেডিকেল কাউন্সিলের বৈঠকে সিদ্ধান্ত নিয়ে পাকাপাকিভাবে মোস্তাফিজুর রহমানকে মেদিনীপুর মেডিকেল থেকে বের করে দেওয়া হয়েছে বলে জানালেন কলেজের প্রিন্সিপাল মৌসুমী নন্দী। এতে নৈতিক জয় দেখছে আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা।
প্রসঙ্গত, মেদিনীপুর মেডিকেলের পড়ুয়া ছাত্র মোস্তাফিজুর রহমান। বেশ কয়েকটি বিষয়ে ফেল করে এই কলেজেই থাকছিলেন। মেদিনীপুর মেডিকেলে তৃণমূল ছাত্র পরিষদের নেতা হিসেবে নেতৃত্ব দিচ্ছিলেন বলেও দাবি। এই মোস্তাফিজুর রহমান আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের এক সময়কার ঘনিষ্ঠ ছিলেন। সম্প্রতি এই মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে মেদিনীপুর মেডিকেলের একদল জুনিয়র ডাক্তার অভিযোগ করেন-” মোস্তাফিজুর জুনিয়র ডাক্তারদের ওপর নানান অত্যাচার করেছে বিভিন্ন সময়। র্যাাগিং থেকে হুমকি সবেতেই তার ভূমিকা রয়েছে। কলেজ থেকে মেয়াদ উত্তীর্ণ এই মোস্তাফিজুরকে অবিলম্বে তাই বের করতে হবে। ”