প্রশান্ত দাস,মালদা:রাজ্যে কাজের অভাব, ১০০ দিনের কাজও বন্ধ। তাই সংসারের হাল ধরতে বাধ্য হয়ে ভিন রাজ্যে পাড়ি দিচ্ছেন এই রাজ্যের হাজার হাজার বেকার যুবকরা। ঠিক সেই রকম বাড়ির সদস্যদের মুখে দুবেলা অন্ন তুলে দিতে ভিন রাজ্যে বাড়ি দিয়েছিল মালদার ইতেকাপ শেখ। কিন্তু তার আর বাড়ি ফেরা হলো না।
মালদাহের ইংলিশবাজার ব্লকের ফুলবাড়িয়া অঞ্চলের নতুন নঘরিয়া এলাকার বাসিন্দা ছিলেন ইতেকাপ সেখ। নাবালক ভাই, প্রতিবন্ধী বাবা এবং অসুস্থ মার মুখে হাসি ফোটাতে এবং দুই বেলা অন্ন তুলে দিতে এক মাস আগে গুজরাটের সুরাটে টাওয়ারের কাজে পাড়ি দিয়েছিল ওই যুবক। গত শনিবার টাওয়ার থেকে নিচে পড়ে গিয়ে মর্মান্তিক মৃত্যু হয় তার। বুধবার তার কফিন বন্দী দেহ ফিরলো গ্রামে।
স্থানীয় বাসিন্দারা জানান, আগে ১০০ দিনের কাজ থাকাই আমরা বাড়ির কাছেই কাজ পেতাম। কিন্তু এখন ১০০ দিনের কাজ বন্ধ। ফলে বাধ্য হয়ে গ্রামের পুরুষরা পাড়ি দিচ্ছেন ভিন রাজ্যে। আর এই ধরনের ঘটনা ঘটছে।
এই বিষয়ে ফুলবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান জাহিদুল শেখ জানান, বিষয়টি খুব দুঃখজনক। আমরা মৃত যুবকের পাশে রয়েছি।বুধবার সকালে ইতেফাক শেখের কফিন বন্দী দেহ গ্রামে ফেরে।শেষ দেখা দেখতে হাজার হাজার মানুষের ঢল নামে গ্রামে।গ্রাম জুড়ে কান্নার রোল।