
সুকান্ত চট্টোপাধ্যায়, মিনাখাঁ:
একুশে জুলাই এর সভায় যোগ দিতে গিয়ে নিখোঁজ মিনাখাঁর তৃণমূল কর্মী।৭২ ঘণ্টা কেটে গেলেও এখনও বাড়ী ফেরেননি ঐ ব্যক্তি ।দুশ্চিন্তায় ওই ব্যক্তির পরিবার। পরিবার সূত্রে জানা গেছে ৫০ বছরের আবু তালেব মোল্লা দলীয় কর্মীদের সঙ্গে ধর্মতলায় শহীদ দিবসের যোগ দিতে গিয়েছিলেন। তারপর সেখান থেকে সবাই ফিরে আসলেও আবু তালেব আর ফিরে আসেননি । নিখোঁজ হয়েছেন , নাকি রাস্তা ভুলে কোথাও চলে গিয়েছেন সে বিষয়ে কিছু জানা যায়নি । চিন্তায় পড়ে গেছেন পরিবারের সদস্যরা। এই বিষয়ে পাকসার্কাস থানায় অভিযোগ দায়ের করেছে আবু তালেবের পরিবার। যে সব দলীয় কর্মীদের সঙ্গে আবু তালেব কলকাতায় গিয়েছিলেন তাদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ।পরিবার যোগাযোগ রেখেছে, স্থানীয় তৃণমূল নেতৃত্বের সঙ্গে।