
নিলয় ভট্টাচার্য,নদীয়া: কালীঘাটের সাথে ২৫ এবং ৭৫ এর বখরা আছে। তাই তারা গরীব মানুষের কথাগুলো কেই শোনে না। ফের আর্থিক দুর্নীতি নিয়ে তৃনমূল সরকার ও মুখ্যমন্ত্রীকে আক্রমণ করলেন মীনাক্ষী মুখোপাধ্যায়।
শনিবার নদীয়ার কৃষ্ণনগরে ইনসাফ যাত্রা পরিক্রমা করে।এই পদযাত্রার মাঝেই সাংবাদিকদের মুখোমুখি হন মীনাক্ষী।এবং রাজ্যের শাসক দল এবং মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বলেন কালীঘাটের সঙ্গে বখরা আছে,তাই গরীব মানুষের কথা শোনার লোক নেই। গরিবেরা আর্থিক ভাবে বঞ্চিত হচ্ছেন। তারই প্রতিবাদে ৪২ দিন ধরে এই পদযাত্রা চলছে।
একই সাথে কৃষ্ণনগরে এসে কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রকেও আক্রমণ করতে ছাড়েন নি ডি ওয়াই এফ আই নেত্রী। তিনি বলেন, এই এলাকার কোলিয়ারী গুলো বন্ধ হয়ে গেছে, রেল লাইন বন্ধ হয়ে গেছে তা নিয়ে কটা প্রশ্ন করেছেন সাংসদে? যে আদাণীদের সম্পর্কে কথা বলছেন সেই আদানিদের ফ্রীতে জমি দিয়েছেন মমতা ব্যানার্জি। সেই বিষয়ে একটি ও কথা বলেন নি মহুয়া।পাশাপাশি মীনাক্ষী মুখার্জী বলেন ইনসাফ যাত্রার কর্মসূচি শেষ হলেও, এই পদ যাত্রা আগামী দিনেও চলবে ।