
সায়ন মাইতি,পশ্চিম মেদিনীপুর:
তৃনমূল ,বিজেপি একই মুদ্রার দুই পিঠ।দুই দলের মধ্যে গোপন সমঝোতা রয়েছে,বুধবার খড়গপুরের জনসভা থেকে এমনই দাবি করলেন ডি ওয়াই এফ আই নেত্রী মমতা বন্দোপাধ্যায়।
বুধবার পশিম মেদিনীপুরের মেদিনীপুর সহর থেকে শুরু হয় ডি ওয়াই এফ আইয়ের ইনসাফ যাত্রা। তারপরে মেদিনীপুর শহর থেকে পদযাত্রা করে ডি ওয়াই এফ আইয়ের সমর্থকেরা এসে পৌঁছান খড়গপুর শহরের ইন্দা লোকাল থানা মোড়ে।সেখানে একটি জনসভার আয়োজন করা হয়। এই সভার মূল বক্তা ছিলেন মীনাক্ষী মুখার্জী। এদিন তিনি তৃনমূল ও বিজেপিকে একযোগে আক্রমণ করেন ।এবং মমতা ও আর এস এসের সঙ্গে গোপন যোগসাজশ রয়েছে বলেও দাবি করেন।এবং বাংলায় শিল্প না আসার জন্য মমতা বন্দোপাধ্যায় কেই দায়ী করেন।
উল্লেখ্য কাজ ও শিক্ষার অধিকার রক্ষার দাবিতে গত ৩ রা নভেম্বর কোচবিহার থেকে কলকাতা পর্যন্ত ইনসাফ যাত্রা শুরু করেছে বামপন্থী যুব সংগঠন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন DYFI। মঙ্গলবার ৩৩ দিন অতিক্রান্ত করে সেই ইনসাফ যাত্রা প্রবেশ করে পশ্চিম মেদিনীপুরে।