
উজ্জ্বল হোড়, জলপাইগুড়ি:
সারদা হোক বা দিশারী নার্সিং সেন্টার, এরা সবাই প্রতারক ।এদের পেছনে শাসক দলের মদত রয়েছে।জলপাইগুড়িতে এসে ভুয়ো নার্সিং সেন্টার নিয়ে শাসক দলকে সরাসরি আক্রমণ করলেন ডি ওয়াই এফ আইয়ের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জী।উল্লেখ্য জলপাইগুড়ির ভুয়ো নার্সিং সেন্টার দিশারী কে নিয়ে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে জেলা তথা রাজ্য জুড়ে।পুলিশ এবং রাজ্য দফতরের কাছে নার্সিং দফতরের কর্নধার শান্তনু শর্মার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন পদ্মশ্রী করিমুল হক।এবার এই নার্সিং সেন্টারের সঙ্গে শাসক দলের জড়িত থাকার অভিযোগ আনলেন মীনাক্ষী।