
অরূপ পোদ্দার, শিলিগুড়ি: দীর্ঘ পাঁচ মাস পর বাংলাদেশ থেকে ভারতে ফিরে এলো ভারত –বাংলাদেশ মিতালী এক্সপ্রেস। জুলাই মাস থেকে ঢাকায় তৈরি হওয়া অস্থির পরিস্থিতির জন্য, আটকে পড়েছিল এই ট্রেনটি। ।অবশেষে সেটি বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করলো ,তবে কোন যাত্রী ছাড়াই। উল্লেখ্য ২০২০ সালের ১৭ ডিসেম্বর ভারত ও বাংলাদেশের প্রধানমন্ত্রী মালগাড়ি দিয়ে এই পথের সূচনা করেছিলেন। এরপর থেকেই নিয়মিত ট্রেনটি চলাচল করতো।কিন্তু হাসিনা সরকারের পতনের পর থেকেই চলাচল বন্ধ হয়ে যায়।পুরো খালি কোচ নিয়ে জীর্ণ দশায় ট্রেনটি মঙ্গলবার ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের কাঁটাতারের গেট অতিক্রম করে ভারতে প্রবেশ করে ।বাংলাদেশের অস্থির পরিস্থিতির জন্য এতো দিন ট্রেনটি ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনে পড়ে ছিল। সোমবার দুই দেশের সচিব পর্যায়ে বৈঠকের ২৪ ঘন্টা অতিক্রম হওয়ার পরেই ভারতে ফিরে এলো সেই ট্রেন। বর্তমানে হলদিবাড়ি স্টেশনে রাখা হয়েছে ওই ট্রেনটিকে ।
এদিন বাংলাদেশ রেলওয়ের তরফে ইঞ্জিন টিকে নিয়ে এসে হলদিবাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে যায়।তবে ভারত –বাংলাদেশের এই উত্তপ্ত পরিস্থিতিতে,এই ট্রেন ফের কবে চালু হবে, তা নিয়ে সন্দিহান রেল কর্তৃপক্ষ।
ভিডিও দেখুন-