
প্রশান্ত দাস,মালদা:নির্মীয়মান রেল ব্রিজ ভেঙে বড়সড় দুর্ঘটনা মিজোরামে।মৃত কমপক্ষে ১৭ জন।তার মধ্যে ১৩ জন মালদার বাসিন্দা।ঘটনাটি ঘটেছে মিজোরামের সাইরাঙ এলাকায়।জানা গেছে একটি পাহাড়ের সঙ্গে অন্য একটি পাহাড়কে সংযুক্ত করার জন্য এই সেতুটি নির্মাণ করা হচ্ছিল।সেই সেতু নির্মাণের জন্য কাজ করতে গেছিলেন মালদার পুখুরিয়া থানা এলাকার একাধিক শ্রমিক।তাদের মধ্যে ১৫ জনের মৃত্যু হয়েছে। এখনোও নিখোঁজ রয়েছেন ২৫ জন শ্রমিক। এই দুর্ঘটনার খবর আসতেই শোকের ছায়া নেমে আসে পুখুরিয়া এলাকায়।এই বিষয়ে মালদার জেলা শাসক নীতিন সিংহানিয়া জানিয়েছেন এখনও অবধি এই জেলার ১৩ জনের মৃত্যু হয়েছে।তবে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।মৃতদেহ ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে।দুর্ঘটনার পরই উদ্ধার কার্য শুরু হয়েছে।কি কারণে এই মর্মান্তিক ঘটনা ঘটলো তাও খতিয়ে দেখা হচ্ছে।