প্রতীতি ঘোষ, জগদ্দল:বিধায়কের নামে নকল ফেসবুক অ্যাকাউন্ট খুলে টাকা তোলার অভিযোগে উত্তাল ভাটপাড়া। এই বিষয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন বিধায়ক।জানা গেছে সেপ্টেম্বর মাসের ১২ তারিখ ভাটপাড়ার বিধায়ক পবন কুমার সিং নিজের অফিসিয়াল ফেসবুক প্রোফাইলে তার নামে খোলা একটি ফেক ফেসবুক একাউন্টের ছবি পোস্ট করেন। সেই অ্যাকাউন্টে বিধায়কের নাম করে মানুষের কাছ থেকে টাকা চাওয়ার ছবি দেখা যায় । সম্পূর্ন ঘটনার কথা জানিয়ে বিধায়ক পবন সিং ১৩ই সেপ্টেম্বর জগদ্দল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন । তবে তিনি বিশেষ কাজে রাজ্যের বাইরে থাকলেও তার অনুগামীরা গোটা ভাটপাড়া অঞ্চল জুড়ে এই বিষয়ে সাধারণ মানুষকে সতর্ক করেছেন। কিন্তু ১ সপ্তাহের বেশি সময় অতিক্রান্ত হয়ে যাওয়ার পরও পুলিশের তরফ থেকে কোন রকম সক্রিয়তা দেখা যায়নি বলে অভিযোগ করেছেন বিধায়ক।