
ত্রয়ণ চক্রবর্তী,কলকাতাঃ নিয়োগের দাবিতে এবার কিড স্ট্রিটে MLA হস্টেলের গেটের সামনে বিক্ষোভে শামিল হলেন চাকরিপ্রার্থীরা। বুধবার সকাল ১০টা নাগাদ হস্টেলের গেট আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন শতাধিক চাকরিপ্রার্থী। ঘটনাস্থলে বিরাট পুলিশ বাহিনী। হস্টেলের গেটের সামনে থেকে চাকরিপ্রার্থীদের টেনে হিঁচড়ে লালবাজারে নিয়ে যায় পুলিশ।
নিয়োগের দাবিতে কিড স্ট্রিটে বিধায়কদের হস্টেলের সামনে SLST চাকরিপ্রার্থীদের বিক্ষোভ। তাদের দাবি, মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে ৮৭১ দিনে তাঁরা ধর্না দিচ্ছেন। তাদের অভিযোগ, নিয়োগ নিয়ে বিধানসভায় বিধায়করা চুপ। কিন্তু কেন চুপ? এই প্রশ্ন তুলে, নবম থেকে দ্বাদশ ২০১৬-র SLST চাকরিপ্রার্থীরা এমএলএ হস্টেলের সামনে বিক্ষোভ সামিল হন।
কোনওভাবেই যাতে এমএলএ হস্টেল থেকে বিধায়করা বের হতে না পারেন তার জন্য আটকে দেন হস্টেলের গেট। বুধবার সকাল ১০টা থেকে আটকে পড়েন বিধায়করা। খবর পাওয়া মাত্রই লালবাজার থেকে ঘটনাস্থলে চলে আসে বিরাট পুলিশ বাহিনী। হস্টেলের গেটের সামনে থেকে চাকরিপ্রার্থীদের টেনে হিঁচড়ে লালবাজারে নিয়ে যায় পুলিশ, এমনটাই জানা গিয়েছে সূত্র মারফৎ। চাকরিপ্রার্থীদের অভিযোগ মণিপুর নিয়ে চিন্তিত সরকার, অথচ ৮৭১ দিন চাকরিপ্রার্থীরা আন্দোলন চালিয়ে গেলেও কোনও ভ্রুক্ষেপ নেই সরকারের।