
ওয়েব ডেস্ক: ৫ জানুয়ারি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। মমতা বন্দ্যোপাধ্যায় কেবল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীই নয়, তিনি সারা দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীও। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
রবিবার সকালে দশটা নাগাদ এক্স হ্যান্ডেলে মমতাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে মোদী লিখেছেন, পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে দিদিকে শুভেচ্ছা জানাই। মমতা বন্দ্যোপাধ্যায়ের সুস্থ জীবন এবং দীর্ঘায়ু কামনা করি।
সূত্রের খবর, এদিন মু্খ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৭১তম জন্মদিন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে রাজনৈতিক মতাদর্শের ফারাক থাকলেও এদিন সকাল ৯টা ৫০ মিনিটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে রাজনৈতিক সৌজন্যের পরিচয় দিলেন। উল্লেখ্য, গত ১৪ বছর ধরে বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার সামলাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
রাজনৈতিক পর্যবেক্ষকরা এদিন একটি বিষয় উল্লেখ করেছেন। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, গত ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন ছিল। সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় মোদীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে এক্স হ্যান্ডেলে কোনও পোস্ট করেননি। কেবল বিশ্বকর্মা পুজোর শুভেচ্ছা জানিয়েছেন।
কেন গত ১৭ সেপ্টেম্বর মোদীর জন্মদিনে মমতা কেন শুভেচ্ছা জানাননি তা নিয়ে চলেছিল জোর চর্চাও। তবে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জন্মদিনের শুভেচ্ছা জানান। এক্স হ্যান্ডেলে ওইদিন প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানান অভিষেক।