
সোমনাথ মুখোপাধ্যায়, কলকাতাঃ মোদি পদবি নিয়ে মানহানির মামলায় সুপ্রিম কোর্টে আপাতত স্বস্তি পেয়েছে রাহুল গান্ধী। সুরাট নিম্ন আদালতের সাজার নির্দেশের উপর স্থগিতাদেশ দিয়েছে শীর্ষ আদালত। রাহুল গান্ধীর স্বস্তির খবরে খুশি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। টুইট করেছ নিজের অভিব্যক্তি প্রকাশ করলেন মমতা।
তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে লেখেন, ‘এই জয় বিচার ব্যবস্থার জয়’। সুপ্রিম কোর্টের রায় ‘ইন্ডিয়া’ জোটের সংকল্পকে আরও শক্তিশালী করবে বলে উল্লেখ করেন বাংলার মুখ্য মন্ত্রী। ‘ইন্ডিয়া’জোট এককাট্টা হয়ে দেশের জন্য লড়বে বলে আশাবাদী মমতা।