
গোপাল শীল,দক্ষিণ চব্বিশ পরগনা:ভোট হিংসার বলি হলেন আরও এক জন।মগরাহাটে দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন তৃণমূলের বিজয়ী প্রার্থী , আহত আরো এক জন। মৃত ব্যক্তির নাম মৈমুর ঘরামি,মগরাহাট ২ নম্বর ব্লকের অর্জুনপুর এলাকার বাসিন্দা।প্রথমে তাকে লক্ষ্য করে গুলি করে দুষ্কৃতীরা। গুলি লক্ষ্য ভ্রষ্ট হলে ,তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। একইসঙ্গে আক্রান্ত হন তার সঙ্গী শাজাহান মোল্লাও। তাদেরকে প্রথমে নিয়ে যাওয়া হয় মগরাহাট প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে,।
অবস্থার অবনতি হওয়ায় দুজনকে স্থানান্তরিত করে ডায়মন্ড হারবারে। সেখানে মৃত্যু হয় মৈমুর ঘরামীর। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে অপর সঙ্গী শাজাহান মোল্লা । ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে।