
উজ্জ্বল হোড়,জলপাইগুড়ি : স্পিকার পোষ্ট আর রাজভবনের পোষ্ট দুটোকেই ল্যাম্প পোস্ট বানিয়ে দেওয়া হচ্ছে, মন্তব্য মহম্মদ সেলিমের।শনিবার রাতে দলীয় কর্মসূচিতে অংশ নিতে জলপাইগুড়ি জেলা সিপিআইএম কার্যালয়ে আসেন সেলিম। সেখানেই স্পিকার এবং রাজ্যপাল দুই পোষ্টকেই ল্যাম্প পোস্টের সঙ্গে তুলনা করেন সিপিআইএমের রাজ্য সম্পাদক।
এর পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে ধর্না কর্মসূচীর দিন ইডির তলব করা প্রসঙ্গে তিনি একইসঙ্গে রাজ্য ও কেন্দ্র সরকারকে কটাক্ষ করেন। তিনি বলেন, রাজ্য সরকার যেমন পুলিশ, সিআইডি কে ব্যবহার করছে, কেন্দ্র সরকারও তেমনই কেন্দ্রীয় এজেন্সি সহ সমস্ত কেন্দ্রীয় দপ্তরকে ব্যবহার করছে।
এদিন সংবাদমাধ্যমের সামনে আরও একাধিক ইস্যুতে কেন্দ্র ও রাজ্য সরকারের সমালোচনা করেন সেলিম।