
শেখ চিকু,যাদবপুর : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় তোলপাড় বাংলা। পড়ুয়া মৃত্যুর ঘটনায় সামনে এসেছে র্যাগিংয়ের অভিযোগ। যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও উঠেছে প্রশ্ন। বিশ্ববিদ্যালয়ে র্যাগিং এর প্রতিবাদে মঙ্গলবারে মিছিল ও ছাত্র সমাবেশ করে এসএফআই। এই সমাবেশে এদিন সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন,বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে যে ঘৃণার চাষ হচ্ছে তার অ্যান্টি ডোট এসএফআই।
এর পাশাপাশি সেলিম এদিন মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায়কে নাম না করে নিশানা করেন ।তিনি বলেন,যে গুন্ডাদের দিয়ে কলেজ, হোস্টেল, বিশ্ববিদ্যালয় পরিচালনা করা হচ্ছে তার নাটের গুরু হচ্ছে কালীঘাটের পিসি ও ভাইপো।
এসএফআইয়ের এই সমাবেশে এদিন উপস্থিত ছিলেন এসএফআইয়ের রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য, বাম নেতা সুজন চক্রবর্তী সহ অন্যান্য নেতৃত্ব।