
ওঙ্কার ডেস্ক : চতুর্থ দফার ভোটে হিংসার ঘটনা নিয়ে তৃণমূলের বিরুদ্ধে সুর চড়ালেন সিপিএম-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম. তিনি বলেন, ‘চতুর্থ দফায় তৃণমূল মরিয়া হয়ে হিংসার পথ অবলম্বন করেছে. ভোটের দিন বোঝা যাচ্ছিল না, কে বিজেপি, কে তৃণমূল’. পাশাপাশি সেলিম বলেন, ‘বিজেপি বলছে ৪০০ পার. ২০০ পার করতে পারবে কিনা, সন্দেহ রয়েছে’.