
স্পোর্টস ডেস্ক :এদিকে এদিন আই সি এসই বোর্ডে মাধ্যমিকের কৃতি ছাত্রী সম্পূর্ণা সিনহাকে বিশেষ ভাবে সংবর্ধনা দেওয়া হল মোহনবাগান ক্লাবের তরফ থেকে। তার বাবা সুপ্রিয় সিনহা মা এদিন ক্লাবে উপস্থিত ছিলেন। এবার ৯৯. ৬ শতাংশ নম্বর পেয়েছে সে। মিষ্টি, ডাইরি, ফুলের স্তবক, মোহনবাগান ক্লাবের ডাকটিকিটের স্বারক উপহার দেওয়া হয়।