
স্পোর্টস ডেস্ক :ISL চ্যাম্পিয়ন হওয়ার পরেই সঞ্জীব গোয়েঙ্কাকে চিঠি দিলেন মোহনবাগান সভাপতি টুটু বসু। আর এই চিঠি নিয়ে বাগানের অন্দরে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। মিঃ গোয়েঙ্কার প্রশংসা করেছেন টুটু বসু। তিনি লিখেছেন,আমি গর্বিত। ক্লাবের সঙ্গে আপনাকে যুক্ত করার সিদ্ধান্তটা আমার জীবনের গুরুত্বপূর্ণ ছিল। ক্লাব সভাপতি হিসেবে সেই সিদ্ধান্ত নেওয়ার সময় সমর্থন করেছিলেন মোহনবাগান ক্লাবের তৎকালীন সচিব সৃঞ্জয় বসু ও ক্লাবের কার্যনির্বাহী কমিটি।
টুটু বসুর চিঠি প্রকাশ্যে আসতেই বিতর্ক তৈরী হয়েছে। কারণ, ক্লাবের বর্তমান সচিব দেবাশিস দত্তর কোথাও নাম উল্লেখ করেননি। সেই সময় টুটু বাবু, দেবাশিস দত্ত এবং সৃঞ্জয় বসু সক্রিয় ছিলেন। তাহলে সুকৌশলে দেবাশিস বাবুর নামটা এড়িয়ে গিয়েছেন টুটু বসু? আসন্ন ক্লাব নির্বাচনকে মাথায় রেখে পুত্র সৃঞ্জয়ের প্রচার করে এই চিঠিটা ‘ব্যবহার’ করলেন টুটু বাবু? প্রশ্ন উঠছে।আমার আরও বেশি আনন্দ হচ্ছে, আমার মাতৃসম ক্লাবকে নিয়ে একটা সঠিক সিদ্ধান্ত নিতে পেরেছিলাম। নানা প্রতিকৃলতার মধ্যেও সে সময় মোহনবাগান সচিব সৃঞ্জয় বোস পাশে ছিলেন। তিনি সমর্থন করেছেন। কার্যকরী কমিটি পাশে ছিল। সে কারণেই আপনার সঙ্গে হাত মেলানোর এমন দৃষ্টান্তকারী সিদ্ধান্তটা নিতে পেরেছিলাম