
স্পোর্টস ডেস্ক :বড়োদের মত সাফল্য পেলো মোহনবাগানের ছোটরাও। তারাও জিতল ট্রফি। এদিন রিলায়েন্স ইউথ ডেভেলপমেন্ট লিগ জিতল মোহনবাগান। ক্লাসিক এফএকে ৩-০ গোলে হারায় সবুজ মেরুন ব্রিগেড।
বাংলার প্রথম দল হিসেবে রিলায়েন্স ইউথ লিগ জেতার রেকর্ড করলো গঙ্গা পাড়ের ক্লাব। চ্যাম্পিয়ন হওয়ার ফলে নেক্সটজেন কাপে খেলবে মোহনবাগান। গোল্ডেন গ্লাভস পান প্রিয়াংশ দুবে। দলকে ট্রফি দিয়ে মোহনবাগানের জুনিয়র দলের কোচ দেগি কার্ডোজো। বলেন, ‘দারুণ লাগছে। ফাইনালে আমরা আধিপত্য দেখিয়েছি। আইএসএল লিগ শিল্ড জেতার পর কাপ জিতেছে মোহনবাগান। আরও একটা ট্রফি এল। এটা আমরা সমর্থকদের উৎসর্গ করছি।’