
স্পোর্টস ডেস্ক :মুম্বই এফসিকে হারিয়ে ইস্টবেঙ্গলকে খোঁচা মোহনবাগান সচিবের —-রবিবার মুম্বই এফসিকে ৩-১ গোলে হারালো মোহনবাগান সুপার জায়ান্ট।৭ ম্যাচ বাদে মুম্বই ম্যাচে জয় পেয়ে স্বাভাবিকভাবেই উচ্ছসিত মোহনবাগান সচিব দেবাশিস দত্ত। এদিন তিনি জানালেন, দল তৈরী ছিল না। নতুন দল আমি বলেছিলাম সময় দিতে হবে। দল ঘুরে দাঁড়াবে সেটাই হল। আজকে আমরা আন্ডারডগ ছিলাম। কিন্তু ছেলেরা ভালো ফুটবল খেলেছে।’ এরপরেই দেবাশিস ইস্টবেঙ্গলের নাম না করে বলেন,’মুম্বইকে হারালাম বলেই তো আমরা ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হয়ে গেলাম না। সেমিফাইনাল নিয়ে এফসি গোয়া নিয়ে ভাবতে হবে। অনেকেভাবে মোহনবাগানকে হারালাম মানেই চ্যাম্পিয়ন।’ এর অর্থ ইস্টবেঙ্গলকে খোঁচা। কারণ ৪ বছর পরে ডার্বিতে মোহনবাগানকে হারায় ইস্টবেঙ্গল। এরপরেই লাল হলুদ সমর্থকদের উন্মাদনা ছিল দেখার মত। মহ