
ওঙ্কার ডেস্ক : ছাত্র সমাজের নবান্ন অভিযানে গ্রেফতার ২২০জন। মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দেন এডিজি আইনশৃঙ্খলা মোনজ ভার্মা। এই আন্দোলন ছাত্র সমাজের আন্দোলন হতে পারে না বলে দাবি পুলিশের।
ছাত্র সমাজের নবান্ন অভিযান থেকে গ্রেফতার করা হয়েছে মোট ২২০ জনকে। আটক করা হয়েছে অনেককে। মঙ্গলবার সন্ধ্যায় সাংবাদিক বৈঠক করে নবান্ন অভিযানকে ‘বেলাগাম, বিশৃঙ্খল তাণ্ডব’ বলে অভিহিত করল পুলিশ। এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার। তিনি বলেন, ‘‘শান্তিপূর্ণ আন্দোলন হবে বলে বলা হয়েছিল। কিন্তু আমরা দেখলাম অশান্তিপূর্ণ একটি আন্দোলন। এই আন্দোলন কখনও বাংলার প্রকৃত ছাত্রসমাজের হতে পারে না।’’ তিনি এ-ও জানান, এই আন্দোলন ছুিল দুষ্কৃতীদের। একই কথা জানান এডিজি আইনশৃঙ্খলা মনোজ বর্মা।