
প্রদীপ কুমার মাইতি,পূর্ব মেদিনীপুরঃ মান্দারমনির সমুদ্র সৈকতে অজ্ঞাত পরিচয় যুবতীর অর্ধনগ্ন দেহ উদ্ধার। সোমবার সকালে কয়েক জন স্থানীয় মানুষ বোতল কুড়াতে গিয়ে পাথরের উপরে অর্ধনগ্ন মৃত দেহটি দেখতে পান। খবর পেয়ে ঘটনা স্থলে আসেন দীঘা মান্দারমনি কোস্টাল থানার পুলিশ।
স্থানীয়দের আনুমান বাইরে থেকে এনে ধর্ষণ করে খুন করা হয়েছে যুবতি টিকে। তদন্তে নেমেছে পুলিশ। ঘটনাত রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। স্থানীয় মানুষের দাবি, মেরিন ড্রাইভ এলাকায় রাস্তা শুনশান থাকে সঙ্গে রাস্তার পাশে কোন স্ট্রিট লাইট না থাকার কারণে পর্যটকের সংখ্যা যেমন বাড়ছে তেমনি দুষ্কৃতীদের আনাগোনা বাড়ছে। মেরিন ড্রাইভ এলাকায় অবিলম্বে স্ট্রীট লাইটের দাবি জানিয়েছে স্থানীয় মানুষ।
কোস্টাল থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, মহিলার দেহ অর্ধনগ্ন অবস্থায় ছিল। পরিচয় এখনও জানা যায়নি। দেহটি সমুদ্রের জলে ভেসে এসেছে না কি দেহটিকে এনে এই জায়গায় ফেলে রেখে যাওয়া হয়েছে, তা জানতে তদন্ত শুরু হয়েছে। মৃতার সম্পর্কের খোঁজখবর করা হচ্ছে।
দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাঁথি পাঠানো তরুণীর মৃত্যু কী ভাবে হল, তা ময়নাতদন্তের পরেই জানা যাবে।