
ওঙ্কার ডেস্ক:আর,জি,কর হসপিটালের এমডি পাঠরতা মৌমিতা দেবনাথের মৃতদেহ তার সোদপুর এর বাড়িতে শনিবার ভোর রাতে নিয়ে আসা হয় । শববাহী গাড়ী এলাকায় ঢুকতেই কান্নায় ভেঙে পড়ে মৌমিতার পরিবার । শোকের ছায়া নেমে আসে এলাকায়।প্রতিবেশীদের ভিড় জমে যায় বাড়ির সামনে মৃতার বাবার দাবি দোষীদের কঠোর শাস্তি দিতে হবে।।ভালো ডাক্তার হিসেবে মৌমিতা পরিচিত ছিল এলাকায় ।বিনা পয়সায় অনেক কে চিকিৎসা করতো সে বলেও জানিয়েছে প্রতিবেশীরা।
উল্লেখ্য শুক্রবার আর জি করের ইমার্জেন্সী বিল্ডিংয়ের চারতলা থেকে তরুণী চিকিৎসক মৌমিতা দেবনাথের মৃতদেহ উদ্ধার হয় । ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। সূত্রের খবর, ওই রিপোর্টে ধর্ষণ করে খুনের ইঙ্গিত মিলেছে। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, রাত ৩টে থেকে সকাল ৬টার মধ্যে ঘটনাটি ঘটেছে। তরুণী চিকিৎসকের গলার একটি হাড় ভাঙা। তাই মনে করা হচ্ছে গলা টিপে শ্বাসরোধ করে খুন করা হয়েছে তাঁকে। এছাড়া চোখ, গলায় রক্তের দাগ এবং যৌনাঙ্গে ক্ষতচিহ্নও রয়েছে বলেই সূত্রের খবর। সম্পূর্ন ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।