
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মুচিপাড়ায় যুবকে পিটিয়ে খুনের ঘটনায় তথ্য প্রমাণ তোপাটের অভিযোগ।পুলিশ সূত্রে খবর, হোস্টেলের সি সি টিভি ফুটেজ মুছে ফেলা হয়। আটটা ৪৫ থেকে সাড়ে নটা পর্যন্ত সময়ের ফুটেজ উদাহু হয়ে গেছে। এমনকি মুচিপাড়া থানা পুলিশকে হোস্টেলে ঢুকতে বাধা দেওয়া হয়। হোস্টেলের গেটে তালা লাগানো অবস্থায় ছিল দীর্ঘক্ষণ। পুলিশ সূত্রে আর জানা গেছে, ১৪ জনকে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পরে তাদের গ্রেফতার করে মুচিপাড়া থানার পুলিশ। শুক্রবার খাস কলকাতায় গণ পিটুনি দিয়ে এক যুবককে খুনের অভিযোগ। মোবাইল চোর সন্দেহে ওই যুবককে মারা হয় বলে জানা যাচ্ছে। মৃত ব্যক্তির নাম ইরশাদ। বয়স ৩৭ বছর।
মুচিপাড়া থানায় পুলিশ হোস্টেল থেকে অচৈতন্য অবস্থায় ওই যুবককে উদ্ধার করে । উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। যদিও নিহত যুবকের পরিবারের অভিযোগ পিটিয়ে খুন করা হয়েছে যুবককে। জানা গেছে, হোস্টেলটিতে মূলত ছাত্ররা বসবাস করেন । বেশ কিছুদিন ধরে ওই হোস্টেলে মোবাইল চুরির ঘটনা ঘটছিল। যে লোকটি মারা গিয়েছেন সেই লোকটি চাঁদনী চক এলাকায় টিভি রিপেয়ারিং এর কাজ করেন । কোন কারনেই ওই হোস্টেলে ওই ব্যক্তি গেলে হোস্টেলের বসবাস কারীরা ওই ব্যক্তিকে মোবাইল চোর হিসেবে সন্দেহ করেন।