
ইরশাদ শেখ,কলকাতা:বুধবার সাত সকালে ফের ইডির হানা কলকাতায়। রাঁচির কোনো একটি মামলার সূত্র ধরেই শহরের ইডির এই তৎপরতা বলে জানা গেছে।এদিন সকালে কলকাতার এক অভিজাত ব্যাবসায়ী যোগেশ আগরওয়ালের মুদিয়ালির বাড়িতে ইডি তল্লাশি জন্য আসে। সূত্রের খবর, রিয়েল এস্টেট ও ফাইন্যান্স এর ব্যাবসা রয়েছে আগরওয়ালের। গ্রেফতার হওয়া হেমন্ত সোরেনর বাসভবন থেকে একটি গাড়ি পাওয়া গিয়েছিল, সেই গাড়িটির রেজিস্ট্রেশন করেছিল মুদিয়ালির এই কোম্পানি। তাই এই তল্লাশী বলে অনুমান করা হচ্ছে