
সঞ্জয় রায়চৌধুরী, কলকাতা : ICU তে রয়েছেন মুকুল রায়। এখনও পর্যন্ত চলছে অক্সিজেন। গতকাল ভেন্টিলেশন থেকে বের করা হয় মুকুল রায়কে, এইদিন এমনটাই জানালেন মুকুল-পুত্র শুভ্রাংশু রায়। শুভ্রাংশু আরও জানান, চিকিৎসায়সাড়া দিচ্ছেন বাবা, তবে জ্ঞান পুরোপুরি ফেরেনি। চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করছেন বলেও জানান শুভ্রাংশু. যদিও চিকিৎসকদের দাবি, পুরোপুরি সুস্থ হতে এখনও সময় লাগবে তাঁর। মুকুল রায়ের পুত্র জানান, দলের অনেকেই দেখতে আসছেন, খোঁজও নিচ্ছেন অনেকে। বিজেপির তরফেও খোঁজখবর নেওয়া হয়েছে মুকুল রায়ের। এটা রাজনীতির কোনও ব্যাপার নয়। মুখ্যমন্ত্রী খোঁজ নিয়েছেন কিনা জিজ্ঞাসা করা হলে শুভ্রাংশু জানান, মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যথেষ্ট ব্যস্ত থাকেন। তবে, সিনিয়র লিডারদের মাধ্যমে খোঁজখবর নিচ্ছেন।