
শুভম কর্মকার,বাঁকুড়া: ২৪ তম মুকুটমণিপুর মেলা অনুষ্ঠিত হবে আগামী ৪ ঠা জানুয়ারী থেকে ৬ জানুয়ারী পর্যন্ত । মেলাতে আদিবাসী সংস্কৃতি ও লোক সংস্কৃতিকে তুলে ধরতে খাতড়া মহকুমা প্রশাসনের তরফে অনুষ্ঠানে যোগদানের জন্য শিল্পীদের ডাক দেওয়া হয়েছে ।
জল, জঙ্গল, টিলা পরিবেষ্টিত প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর বাঁকুড়ার রাণী মুকুটমণিপুর । জেলা ছাড়াও রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র মুকুটমণিপুরে পর্যটন মরসুম ছাড়াও বছরভর পর্যটকদের আনাগোনা রয়েছে । পর্যটন মরসুমে এই মেলার আয়োজন পর্যটকদের বাড়তি পাওনা হবে বলে মনে করছেন অনেকেই। খাতড়ার মহকুমাশাসক নেহা বন্দ্যোপাধ্যায় জানান, গ্রীণ ম্যারাথন দিয়ে মেলার সূচনা হবে।আদিবাসী সংস্কৃতিতে তুলে ধরতে নাচ, গানের পাশাপাশি থাকছে আদিবাসী ফ্যাশন শো, আদিবাসী ছেলে মেয়েরা সেখানে অংশগ্রহণ করতে পারবেন ।এই মেলাতে থাকবে আদিবাসীদের তৈরি বিভিন্ন খাবারের স্টল । থাকছে পুষ্প প্রদর্শনী থেকে জেলার বিভিন্ন হস্ত শিল্প সামগ্রীর স্টল । পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণ হবে এই মেলা । পর্যটক ছাড়াও মেলাকে ঘিরে এলাকার প্রচুর মানুষের ভিড় হবে বলে আশাবাদী খাতড়া মহকুমা প্রশাসন ।