
নিলয় ভট্টাচার্য, নদিয়া : রানাঘাট দক্ষিণ বিধানসভার উপনির্বাচনে ৩৮ হাজারেরও বেশি ভোটে জয় লাভ করলেন তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী। বিজেপির মনোজ বিশ্বাস এবং সিপিএম-এর অরিন্দম বিশ্বাসকে পিছনে ফেলে ফের রানাঘাট দক্ষিণের বিধায়ক পদে বসতে চলেছেন মুকুটমণি. মুকুটমণির জয় লাভের পরেই উৎসবের চেহারা নেয় নদীয়ার রানাঘাট দক্ষিণ বিধানসভা। শুরু হয় সবুজ আবিরের ঝড়। জয়ের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘আমি আপ্লুত. রানাঘাট দক্ষিণের মানুষের কাছে আমি কৃতজ্ঞ’.
উল্লেখ্য, লোকসভা ভোটে রানাঘাট লোকসভা আসনে বিজেপির জগন্নাথ সরকারের কাছে হেরে গেছিলেন মুকুটমণি. উপনির্বাচনে এই বিধানসভা শাসকদলের হাতে যাওয়ায় তিনি বলেন, ‘বাংলার উন্নয়নে কোনও অবদান নেই কেন্দ্রের. উন্নয়নের কৃতিত্ব পুরোটাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের. তাই মানুষ তৃণমূলের পক্ষেই রায় দিয়েছেন’.
প্রসঙ্গত, ২০২১-এর বিধানসভা ভোটে রানাঘাট দক্ষিণে বিজেপির টিকিটে জিতেছিলেন মুকুটমণি. ২০২৪-এর লোকসভা ভোটের আগে দল বদলে ঝাঁপ দেন তৃণমূলের নৌকায়. তবে, টিকিট পেয়েও হেরে যান বিজেপির জগন্নাথ সরকারের কাছে. উপনির্বাচনে জিতে ফের রানাঘাটের বিধায়ক পদে মুকুটমণি.