
বাবলু কর্মকার, কাকদ্বীপ:
মুড়িগঙ্গা নদীর বাঁধ ভেঙে ঢুকেছে নোনা জল। এর জেরে প্লাবিত কাকদ্বীপের ৮ নম্বর ব্লকের ত্রিলোকচন্দ্রপুর এলাকা। ৫০টির বেশি বাড়ি জলমগ্ন । দুর্বিষহ অবস্থায় দিন কাটাচ্ছেন ওই ৫০ টি পরিবারের সদস্যরা।লাগাতার বৃষ্টিপাত ও প্রশাসনের গাফিলতিতে দুঃসহ অবস্থায় দিন কাটছে দক্ষিণ 24 পরগনা জেলার গঙ্গাসাগর সংলগ্ন কাকদ্বীপ ৮ নম্বর জেটিঘাটা এলাকার ৫০টি পরিবারের । এই এলাকার মুড়িগঙ্গা নদীর প্রায় ১০ ফুটের বেশি বাঁধ ভেঙে গিয়েছে প্রায় মাস খানেক আগে। জোয়ারের সময় নদীর জল বাড়লেই ওই ভাঙা বাঁধ দিয়ে
এলাকায় নোনা জল ঢুকে যায়। সেই সময় এই গ্রামের বাসিন্দারা বাড়িতে থাকতে পারেন না। জিনিসপত্র খাটের উপরে তুলে দিয়ে সবাইকে বাড়ি ছেড়ে পালিয়ে যেতে হয়। নদীতে ভাটা শুরু হলে আবার সবাই বাড়িতে ফিরে আসেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিষয়টি নিয়ে বিভিন্ন দপ্তরে জানিয়েও কোন সুরাহা হয়নি। তাই বাধ্য হয়ে চরম দুরবস্থায় দিন কাটছে ওই এলাকার বাসিন্দাদের।