
নিজস্ব প্রতিনিধি: জলঙ্গিতে তিনটি আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার এক। মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে জলঙ্গির কীর্তনিয়াপাড়ায় আয়ুব শেখ নামের এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। সেই সময় আয়ুব সেখের বাড়ি থেকে তিনটে দেশি পাইপ গান উদ্ধার করা হয়। তারপর তাকে গ্রেফতার করা হয়। আয়ুব শেখের বিরুদ্ধে এর আগেও বহু অভিযোগ দায়ের রয়েছে বলে বুধবার সাংবাদিক বৈঠক করে জানান এসডিপিও শেখ সামসুদ্দিন।
পাশাপাশি একই দিনে সাগরপাড়া থানার পুলিশ আগ্নেয়াস্ত্র ও ফেনসিডিল সহ এক ব্যক্তিকে গ্রেফতার করে। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে সাগরপাড়া থানার পুলিশ কাজীপাড়া স্কুলের কাছে রাজ্য সড়কের ওপর নাকা চেকিং চালায়। সেই সময় এক সাইকেল আরোহীকে তল্লাশি করলে তার কাছে ২০৮ বোতল ফেনসিডিল ও দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। শেখ সামসুদ্দিন জানান,ধৃতের নাম জিয়াউল মোল্লা। তার বাড়ি সাগরপাড়া থানার ভারত- বাংলাদেশ সীমান্তবর্তী খয়েরতলা এলাকায়।
প্রসঙ্গত, পঞ্চায়েত নির্বাচনের আগে থেকেই রাজ্যের একাধিক জেলার পাশাপাশি মুর্শিদাবাদ থেকেও আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। পঞ্চায়েতে বোর্ড গঠনের পরেও একই রকম ভাবে অব্যাহত আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা। কি কারণে জলঙ্গিতে ও কাজীপাড়ায় আগ্নেয়াস্ত্র সঞ্চয় করে রাখা হচ্ছিল,তার তদন্তে পুলিশ।