নিজস্ব প্রতিনিধি, মুর্শিদাবাদ: সুতি থানার ব্যাঙডুবি এলাকায় দীর্ঘ দিন ধরেই রাস্তার বেহাল দশা, রাস্তায় জল জমে তৈরী হয়েছে পুকুরে, রাস্তার কারণে মাঝে মাঝে ঘটছে দুর্ঘটনা, বাধ্য হয়ে এলাকার মানুষ জন বেশ কিছু ক্ষণ রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়, স্থানীয়দের দাবি রাস্তার বেহাল দশা প্রশাসনিক কর্মকর্তারা পরিদর্শন করলেও রাস্তার কাজ শুরু হয়নি, যদিও প্রশাসনিক কর্মকতাদের দাবি ইতিমধ্যেই রাস্তার টেন্ডার হয়েছে দ্রুত শুরু হবে রাস্তার কাজ, দীর্ঘ ক্ষন রাজ্য সড়ক অবরোধের ফলে তৈরী হয় যানজট, যদিও ঘটনার খবর পেয়ে ঘটনা স্থলে পৌঁছায় সুতি থানার পুলিশ। পুলিশ এসে অবরোধ তুলে দেয় এবং যানজট সচল করে, যদিও ঘটনাস্থলে আসে সুতি ২ নং পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধক্ষ্য ইউসুপ আলি। বিক্ষোভ কারীদের সঙ্গে কথা বলেন তিনি, প্রতিশ্রুতি দেন যে দ্রুত শুরু হবে রাস্তা সংস্কারের কাজ এর পর বিক্ষোভ তুলে নেয় এলাকার মানুষ।