
নিজস্ব প্রতিনিধি, বহরমপুরঃ মুর্শিদাবাদ জেলার বাস রুটে বেআইনি অটো-টোটোর দাপট। পাশাপাশি বাসের রুটে নানা যাত্রিবাহী যান চলাচলের অভিযোগ তুলে জেলা জুড়ে বাস ধর্মঘটে ডাক দিয়েছেচ বাস ব্যবসায়ীরা। সোমবার সকাল থেকেই শুরু হয়েছে ধর্মঘট। রাস্তায় নেই বেসরকারি বাস। সকাল সকাল সমস্যায় সাধারন মানুষ।
সরকারি বাস ৩৪ নং জাতীয় সড়কে চলাচল করলেও অন্যান্য দিনের তুলনায় ভিড় অনেক বেশি। প্রসঙ্গত দু’দিন আগেই ‘মুর্শিদাবাদ বাস ওনার্স কাউন্সিল’ বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছিল সোমবার, ২৭ নভেম্বর ২৪ ঘণ্টার বাস ধর্মঘট পালন করবে তারা।