
নিজস্ব প্রতিনিধি:পুলিশের হাত থেকে পালাতে গিয়ে , জলে ঝাঁপ দিয়ে মৃত্যু হল এক যুবকের । ঘটনাটি ঘটেছে বহরমপুর থানার মণীন্দ্রনগর বিদ্যাপীঠ এলাকায়। মৃত যুবকের নাম অতনু ঘোষ ,বয়স ২১ বৎসর । বহরমপুর কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল সে।
স্থানীয় সূত্রে জানা গেছে- একটি মামলার সূত্রে অতনু কে ধরতে শনিবার দুপুরে বহরমপুর থানার অন্তর্গত সৈদাবাদ ফাঁড়ির পুলিশ ওই যুবকের পাড়ায় যায় । এবং তাকে ধরেও ফেলে,কিন্তু সেই যুবক কোনওক্রমে পুলিশের হাত ছাড়িয়ে ভাগীরথী নদীতে ঝাঁপ দেয়। এরপর ওই যুবক আর জল থেকে উঠে আসেনি। রবিবার সন্ধে নাগাদ ওই যুবকের প্রাণহীন দেহ রাধারঘাটের কাছ থেকে উদ্ধার হয়। এই ঘটনার পরই ক্ষোভে পড়েন স্থানীয় জনগণ।
স্থানীয় সূত্রে জানা গেছে- মৃত অতনু ঘোষের বাড়ি নবগ্রাম থানার রানিশ্বর মসুরিডাঙ্গা এলাকাতে।উল্লেখ্য কয়েকদিন আগেই মুর্শিদাবাদের নবগ্রামে পুলিশি হেফাজতে এক যুবকের মৃত্যু হয়।তারপর ফের এই ঘটনা ঘটায় চাঞ্চল্য ছড়িয়েছে জেলা জুড়ে।