
ওঙ্কার ডেস্ক:বিধায়ক হুমায়ূন কবিরের উস্কানি মূলক মন্তব্যের জন্য নিরাপত্তাহীনতায় ভুগছেন চিকিৎসকেরা।তাই বৃহস্পতিবার সি এম ও এইচের অফিসে ডেপুটেশন জমা দিলেন তারা ।তারা অভিযোগ জানিয়েছেন জেলা শাসক এবং প্রশাসনের কাছেও।ভরতপুরের বিধায়ক হুমায়ূন কবিরের উস্কানিমূলক বক্তব্যের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার চিকিৎসকেরা CMOH এর কাছে ডেপুটেশন জমা দিলেন । তারা জানিয়েছেন বিধায়কের মন্তব্যের কারণে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন, তাই তারা ডেপুটেশন জমা দিলেন একইসঙ্গে তারা এই ডেপুটেশন পাঠিয়েছেন জেলাশাসক এবং স্থানীয় থানাকেও।উল্লেখ্য বুধবার হুমায়ূন কবির বলেন ডাক্তাররা সরকারি ভাতা-বেতন নিচ্ছেন, মানুষকে পরিষেবা দেওয়া তাঁদের দায়িত্ব, সেই জায়গায় আমরা হাত দিলে তখন কী হবে? দিনের পর দিন পরিষেবা বন্ধ করলে প্রতিরোধের অধিকার আমাদেরও আছে, পাবলিক মরছে, তাহলে ডাক্তাররা সুরক্ষিত থাকবেন কেন? ডাক্তারদেরও ঘেরাওয়ের অধিকার সংবিধান আমাদের দিয়েছে।” এই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই বৃহস্পতিবার হুমায়ুন কবীরের বিরুদ্ধে CMOH এর কাছে ডেপুটেশন দেওয়া হয়