
ওঙ্কার ডেস্ক : বই খাতা নয়, অস্ত্র নিয়ে ক্লাসরুমে ঢুকলেন প্রধান শিক্ষক! ভয়ে সিঁটিয়ে ছাত্রছাত্রীরা। চমকে গেলেন? এমনটাই ঘটেছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জের ৪৬ নম্বর শেরপুর প্রাথমিক বিদ্যালয়ে। জানা যায়, বেশ কিছুদিন ধরেই স্কুলে এসে অস্বাভাবিক আচরণ করছিলেন প্রধান শিক্ষক রঘুপতি সরদার। এর আগেও একবার বিক্ষোভ দেখানো হয় স্কুল প্রাঙ্গনে। কিন্তু শনিবার ফের স্কুলে এসে হঠাৎ চাকু সহ বিভিন্ন অস্ত্র দেখিয়ে পড়ুয়াদের ভয় দেখান তিনি। বিষয়টি জানাজানি হতেই স্কুলে জমায়েত করেন অভিভাবকরা। এরপর প্রধান শিক্ষক রঘুপতি সরদারের বিরুদ্ধে দফায় দফায় বিক্ষোভ দেখান তাঁরা। ভয়ে দরজা বন্ধ করে ঘরের ভিতরে লুকিয়ে পড়েন প্রধান শিক্ষক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সামশেরগঞ্জ থানার পুলিশ। অভিযুক্ত প্রধান শিক্ষককে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়।
অভিভাবক শেফালি বিবির মারাত্মক অভিযোগ, ছেলে যখন প্রস্রাব করতে বাথরুমে যায়, সেই দৃশ্য ক্যামেরাবন্দি করছিলেন প্রধান শিক্ষক।
কেন এমন অস্বাভাবিক আচরণ স্কুলের প্রধান শিক্ষকের, উঠছে সেই প্রশ্ন। অবিলম্বে প্রধান শিক্ষককে বরখাস্ত করার দাবিতে সরব হয়েছেন অভিভাবক এবং ছাত্রছাত্রীরা।