
ওঙ্কার ডেস্ক:যারা টিকিট না পেয়ে নির্দল হয়ে লড়াই করছেন তারা আর তৃণমূলে ফিরতে পারবেন না। পঞ্চায়েত নির্বাচনের আগে রীতিমত নোটিশ দিয়ে একথা জানিয়েছিল তৃনমূল শীর্ষ নেতৃত্ব । বাস্তবে তার বিপরীত চিত্র দেখা গেল মুর্শিদাবাদে। উল্লেখ্য জঙ্গিপুর বিধানসভার পুরন গ্রাম পঞ্চায়েতের একাধিক তৃনমূল সদস্যকে টিকিট দেয়নি শাসক দল ! পরে তারা অনেকেই নির্দলের হয়ে লড়াই করেছেন ! পঞ্চায়েত ভোটে জেতার পরে তারা সোজা চলে আসেন জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেনের কাছে তৃণমূল কংগ্রেসে যোগদানের জন্য ! বুধবার জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন তাদের পাশে থাকার আশ্বাস দেন এবং তৃণমূলে যোগদান এর জন্য সম্মতি প্রকাশ করেন !এই প্রসঙ্গে তার যুক্তি যারা নির্দল হয়ে জয়ী হয়েছেন।তার খুবই ভালো লোক।তারা অনেকেই দলে ফিরতে চাইছেন,তাদের ফিরিয়ে দেওয়া ঠিক নয়।
এখন দেখার তৃনমূলের সর্ব ভারতীয় সহ সভাপতি অভিষেক বন্দোপাধ্যায় সহ তৃনমূল শীর্ষ নেতৃত্ব পঞ্চায়েত নির্বাচনের আগে বিদ্রোহীদের যে শাস্তি দেওয়ার কথা ঘোষনা করেছিলেন ,কার্যক্ষেত্রে তার বাস্তবায়ন হয় কিনা।