নিজস্ব প্রতিনিধি, মুর্শিদাবাদ :ভারত সরকারের পর্যটক মন্ত্রক ২০২৩ সালের সেরা পর্যটন গ্রাম হিসাবে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার “কিরীটকোনা ” গ্রাম কে নির্বাচিত করেছে। স্বীকৃতির জন্য দেশের ৩১ টি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চল থেকে এসেছিল ৭৯৫ টি আবেদন পত্র।তার মধ্যে থেকে কিরীটকোনা কে সেরা নির্বাচিত করা হয়েছে। নয়া দিল্লিতে এই পুরস্কার প্রদান করা হবে।এই খুশির খবর টুইট করে রাজ্য বাসীকে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।পাশাপাশি এই স্বীকৃতি পাওয়ার জন্য ওই গ্রামের বাসিন্দাদের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য মুর্শিদাবাদ জেলার লালবাগ কোর্ট রোড রেলওয়ে স্টেশনের ৩ মাইল দূরে এই গ্রামটি অবস্থিত। এই গ্রামে রয়েছ হিন্দুধর্মের পবিত্র তীর্থ শক্তিপীঠগুলির অন্যতম কিরীটেশ্বরী মন্দির । রাঢ় বাংলার প্রাচীন পীঠস্থানগুলির মধ্যে এটি অন্যতম। তান্ত্রিকমতে, এখানে দেবী দাক্ষায়ণী সতীর ‘কিরীট’ অর্থাৎ মুকুটের ক্ষুদ্র কনা পতিত হয়েছিল। যেহেতু এখানে দেবীর কোনও অঙ্গ পড়েনি, তাই এই স্থানকে পূর্ণ পীঠস্থান’ না বলে ‘উপপীঠ’ ও অনেকে বলে থাকেন ।