
নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ : সমাজিক অবক্ষয়ের এক জঘন্য উদাহরণের সাক্ষী থাকল মুর্শিদাবাদের লালগোলা। শিশু কন্যার উপর যৌন নিগ্রহের অভিযোগ উঠল বছর বাহান্নর এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগ, বছর পাঁচেকের এক শিশু কন্যাকে চকলেট দেওয়ার প্রলোভন দিয়ে ওই প্রৌঢ় যৌন নির্যাতন করেছে। ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়।
অভিযুক্তকে গ্রেপ্তার করেছে লালগোলা থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের বিরুদ্ধে পকসো ধারায় মামলা দায়ের করা হয়েছে।
জানা গিয়েছে, ওই ব্যক্তি এলাকারই বাসিন্দা। তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ ওঠার পর স্থানীয় এক তৃণমূল নেতা বিষয়টি মীমাংসা করে নেওয়ার প্রস্তাব দেন নির্যাতিতার পরিবারকে। পশাপাশি স্থানীয়দের অভিযোগ, স্থানীয় তৃণমূল নেতা সালিশি সভা ডেকে এই ঘটনা চাপা দেওয়ার চেষ্টা করেছিলেন। তবে এই খবর স্থানীয় মহলে ছড়িয়ে পড়তেই তীব্র প্রতিবাদ ওঠে। কোনরূপ সালিশি মিমাংশা না করে নির্যাতিতার পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার বিকেলে উত্তাল হয়ে ওঠে এলাকা। স্থানীয় তৃণমূল নেতার শাস্তিরও দাবি করে নাবালিকার পরিবার এবং স্থানীয়রা। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
ঘটনাটি বৃহস্পতিবার দুপুর নাগাদ এলাকায় ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন। তাদের দাবি, এমন জঘন্যতম অপরাধের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন। যাতে ভবিষ্যতে কেউ এমন ঘটনা ঘটানোর আগে হাজারবার ভাবতে বাধ্য হবে। এই ঘটনায় নিন্দার ঝড় উঠেছে সামাজিক ও রাজনৈতিক মহলেও। সাধারণ মানুষ চাইছেন, আদালতের তরফ থেকে দৃষ্টান্তমূলক সাজা দিয়ে সমাজে একটি স্পষ্ট বার্তা দেওয়া হোক। এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পাশাপাশি প্রতিবাদের ঝড় উঠেছে।