
নিজেস্ব প্রতিনিধি, মুর্শিদাবাদঃ প্রচারে ঝড় তুললেন মুর্শিদাবাদের বাম কংগ্রেস জোটের প্রাথী সিপিআইএম’র রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। গরমকে উপেক্ষা করে কয়েক হাজার কর্মী সমর্থক নিয়ে মিছিল করলেন সেলিম।
সূর্য তেজকে উপেক্ষা করে মুর্শিদাবাদে প্রচারে ঝড় তুলেছে বাম কংগ্রেস। এবার লোকসভা নির্বাচনে বাম কংগ্রেস জোটের প্রাথী সিপিআইএম’র রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। বৃহস্পতিবার সকালে মুর্শিদাবাদ লোক সভা কেন্দ্রের গোধনপাড়ায় পদযাত্রা করেন সেলিম। তার সঙ্গে দেখা গেল কয়েক হাজার মানুষকে। বেলা বাড়তেই বাম কংগ্রেস জোটের বিশাল মিছিল দখল করে ইসলামপুরের রাজপথ। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রটি মুর্শিদাবাদ জেলার, ভগবানগোলা বিধানসভা কেন্দ্র, রানিনগর বিধানসভা কেন্দ্র, মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্র, হরিহরপাড়া বিধানসভা কেন্দ্র, ডোমকল বিধানসভা কেন্দ্র, জলঙ্গি বিধানসভা কেন্দ্র এবং নদীয়া জেলার করিমপুর বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত।