
নিজস্ব প্রতিনিধি,মুর্শিদাবাদ:
বিয়ের আসরে কনে ঠোঁটে একটু লিপস্টিক, কপালে টিপ পরবে এতে আর অবাক হওয়ার কি আছে। এই উৎসবে একটু আধটু রূপচর্চা তো সব মেয়েরাই করে থেকে।কিন্তু বৌভাতে কনে কে সাজানো নিয়ে ধুন্ধুমার কান্ড ঘটলো মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ থানার দেওয়ান পাড়া এলাকায়।গৃহবধূকে লিপস্টিক ও টিপ পরানোর জন্য বেধড়ক মারধোর করা হলো কনের বাড়ির সদস্যদের । বরপক্ষের প্রহারে গুরুতর আহত হয়েছেন কনেপক্ষের পাঁচজন। পরিবার সূত্রে জানা গেছে নয় মাস আগে বিয়ের পর সোমবার সন্তোষপুরে বৌভাতের আয়োজন করা হয়। সেখানেই উপস্থিত হয় বরপক্ষ। অভিযোগ কনেকে সাজানোর জন্য লিপস্টিক ও টিপ পরানো হয়। যা মেনে নিতে পারেনি বরপক্ষ। প্রতিবাদ করতে গেলে বরের দিদিকে মেরে গলা ধাক্কা দিয়ে বের করে দেয়ার অভিযোগ ওঠে কন্যার পরিবারের বিরুদ্ধে! তারপরে শুরু হয় তুমুল বচসা। বচসা একপর্যায়ে গিয়ে সংঘর্ষে পরিণত হয়। মারের হাত থেকে রক্ষা পায়নি বর বাবাজি ও। আহত মোট পাঁচ জন জঙ্গিপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।আহতরা সকলেই সাগরদিঘী থানার সেখদিঘী এলাকার বাসিন্দা বলে জানা গেছে।এই ঘটনা কে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।