
নিজেস্ব প্রতিনিধি, মুর্শিদাবাদঃ চলার রাস্তা কিন্তু দেখে বোঝার উপায় নেই। রাস্তা তো নয়, যেন পুকুর! সামশেরগঞ্জের বাসুদেবপুর বাজারের চৌ মোহনার রাস্তার বেহাল দশায় ক্ষুব্ধ আমজনতা, দুর্ভোগ চরমে।
সামান্য বৃষ্টিতেই জলমগ্ন রাস্তা। আর বর্ষাকাল এলে তো কোনোও কথাই নেই,মুর্শিদাবাদের সামশেরগঞ্জের বাসুদেবপুর চৌ-মোহনী রাস্তা যেন পুকুরে পরিণত হয়। এবারও ব্যতিক্রম নেই। আর যা নিয়েই তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ। বাসুদেবপুর বাজারের অন্যতম ব্যস্ততম রাস্তা দিয়ে চলতে গিয়ে চরম সমস্যার সম্মুখীন হচ্ছেন ছাত্রছাত্রী থেকে শুরু করে পথ চলতি মানুষ। দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে যানবাহনগুলোকেও।
অভিযোগ নীরব স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক প্রশাসন। জানা গিয়েছে, সামশেরগঞ্জের বাসুদেবপুর অন্যতম ব্যস্ততম একটি বাজার। পুরাতন জাতীয় সড়ক থেকে নেমে বাসুদেবপুর হাইস্কুল প্রবেশের মুখেই চৌ মোহনীর রাস্তায় কার্যত বেহাল হয়ে পড়ে রয়েছে। সামান্য বৃষ্টিতেই পুকুরে পরিণত হচ্ছে রাস্তা। একেই এবড়ো খেবড়ো। তার উপর আবার রাস্তার উপর জমা জল। পিচ্ছিল রাস্তায় চলতে গিয়ে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে ছাত্রছাত্রী থেকে শুরু করে আমজনতাকে। রাস্তা দিয়ে যানবাহন নিয়ে চলায় কার্যত দায়।
দীর্ঘদিন ধরেই রাস্তার বেহাল অবস্থা থাকলেও বিষয়টি নিয়ে ভ্রূক্ষেপই নেই স্থানীয় পঞ্চায়েত কিংবা ব্লক প্রশাসনের। অবিলম্বে রাস্তা সংস্কার করে জল নিকাশির বন্দোবস্ত করার দাবি জানিয়েছেন সাধারণ মানুষ। এখন কবে ঘুম ভাঙ্গবে প্রশাসনের সেটাই দেখার।