
ত্রয়ণ চক্রবর্তী, নবান্নঃ কবে হবে পশ্চিমবঙ্গ দিবস! সবার মতামত জানতে মঙ্গলবার নবান্নে সর্বদলীয় বৈঠক ডেকে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি, কংগ্রেস ও বামফ্রন্টের প্রতিনিধিরা সভায় না গেলেও উপস্থিত ছিলেন এসইউসিআই এবং নকশাল পন্থী দল সিপিএম লিবারেশন এবং অখিল ভারত হিন্দু মহাসভার প্রতিনিধি।
ভারতের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল হিসেবে নিজেদের পরিচয় দেওয়া অখিল ভারত হিন্দু মহাসভার রাজ্য সভাপতি চন্দ্রচূড় গোস্বামী এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে হাত দিয়ে প্রণামের ইচ্ছাও প্রকাশ করেন। পাশাপাশি জানিয়ে দেন, বিজেপি ঘোষণা মত ২০ জুন পশ্চিমবঙ্গ দিবসকে তাঁরা সমর্থন করেনা। তাঁরা পয়লা বৈশাখের পক্ষেই।
এদিন বৈঠকে বিজেপিকেও আক্রমণ করেন অখিল ভারত হিন্দু মহাসভার সভাপতি চন্দ্রচূড় গোস্বামী । তিনি বললেন, “আমরা কোনও সাধারণ রাজনৈতিক দল নই। আজ মিডিয়ার দৌলতে যারা সনাতনী জাতীয়তাবাদের কথা বলছে, তাঁরা যাদের পিতা মানে, তাঁদের সেই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের জন্ম হয়েছে আমাদের থেকেই। আরএসএস বা বিজেপি বা অন্য যে কোনও রাজনৈতিক দল যদি আমার বাংলাকে ভাগ করতে চায়, তাহলে সবার আগে রুখে দাঁড়াবে যে রাজনৈতিক দল, তা অবশ্যই অখিল ভারতীয় হিন্দু মহাসভা”। চন্দ্রচূড় আরও বললেন, “অন্য রাজনৈতিক দল আমাদের কথা কীভাবে বলছেন, তাঁদের মঞ্চ থেকে, তার দায় বা দায়িত্ব আমাদের নয়। কিন্তু আমরা অখিল ভারতীয় হিন্দু মহাসভা নিজেদের প্রকৃত সনাতনী জাতীয়তাবাদী রাজনৈতিক দল বলে বিশ্বাস করি”।