
ওঙ্কার ডেস্ক : আঁচ ছিলই. ঠিক সেইমতো মঙ্গলবার সকাল থেকে যুদ্ধকালীন তৎপরতায় প্রস্তুতি চলছিল. পশ্চিমবঙ্গ ছাত্রসমাজ-এর ডাকে নবান্ন অভিযান ঘিরে যাতে পরিস্থিতি হাতের বাইকে না যায়, সকাল থেকেই সেদিকে সজাগ দৃষ্টি রেখেছিল পুলিশ-প্রশাসন. কোনওভাবেই যাতে আন্দোলনকারীরা নবান্নে প্রবেশ না করতে পারে, তার জন্য নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছিল. দিকে দিকে ব্যারিকেড, প্রস্তুত ছিল জলকামান. একদিকে যেমন সড়কপথে কড়া নজরদারি চলছিল, অন্যদিকে, আকাশপথে নজরদারি করতে উড়ছিলো ড্রোন. আর দিন গড়াতেই উত্তপ্ত হতে শুরু করে পরিস্থিতি. দুপুর ১২ টা নাগাদ ফোরশোর রোড এলাকায় জমায়েত করতে শুরু করেন অভিযানকারীরা. সেখান থেকে হাওড়া-ময়দান হয়ে জিটি রোডে মিছিল যেতেই শুরু হয় অশান্তি. ব্যারিকেডের একদিকে পুলিশ, অন্যদিকে বিক্ষোভকারীরা. তারপরেই পুলিশের ব্যারিকেড সরিয়ে, টপকে এগিয়ে যেতে শুরু করেন তারা. ঠিক তখনই মিছিল ছত্রভঙ্গ করতে জলকামান করে পুলিশ. ফাটানো হয় কাঁদানে গ্যাসের শেল. পাল্টা মুহুর্মুহু ইটবৃষ্টি চলতে থাকে বিক্ষোভকারীদের পক্ষ থেকে. রণক্ষেত্রের রূপ নেয় ফোরশোর রোড.
অন্যদিকে, কলেজ স্কোয়ার থেকে মিছিল রওনা হয়. মহাত্মা গান্ধী রোড থেকে মিছিল হাওড়া ব্রিজে উঠতেই উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি. সেখানেও বিক্ষোভকারীদের ঠেকাতে জলকামান, কাঁদানে গ্যাসের শেল ফাটানো হয় পুলিশের তরফে. একদিকে যখন নবান্ন অভিযানে তপ্ত পরিস্থিতি, তখনই বুধবার রাজ্যজুড়ে ১২ ঘণ্টার বনধের ডাক দিলো বিজেপি. যদিও বনধ মানতে নারাজ তৃণমূল.