
তামসী রায় প্রধান,কলকাতাঃ রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের ফলাফল ঘোষণার পরও, বিভিন্ন জেলা থেকে ব্যালট বক্স, ব্যালট উদ্ধার হয়েছে। ব্যালটে কারচুপির মামলা গড়িয়েছে কলকাতা হাইকোর্টে। বিরোধীরা আঙুল উঠেছে পঞ্চায়েত রিটার্নিং অফিসার অর্থাৎ বিডিও’র দিকে। প্রশ্ন উঠেছে এসডিওদের ভূমিকা নিয়েও।
ইতিমধ্যে, কর্তব্যে গাফিলতির অভিযোগে হাওড়া জেলার উলুবেড়িয়ার মহকুমাশাসক এবং উলুবেড়িয়া এক’র বিডিও কে সাসপেন্ড করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। দু’জনকেই আপাতত ছুটিতে পাঠিয়েছে নবান্ন। এই আবহে আট জন বিডিও’কে বদলির নির্দেশ দিয়েছে নবান্ন। এদের মধ্যে একাধিক জনের নামে পঞ্চায়েত ভোটে বেনিয়মের সঙ্গে যুক্ত থাকার মামলা চলছে আদালতে। নবান্ন সূত্রের খবর, বাঁকুড়ার তিনজন, পূর্ব মেদিনীপুরের দুজন এবং নদিয়া, ঝাড়গ্রাম ও মালদার একজন করে বিডিও বদলি করা হয়েছে।