
নিজস্ব প্রতিনিধিঃ এবারের সাগর মেলার জন্য ১৪৯টি টেন্ডার দিয়েছে রাজ্য সরকার। যা সাগর মেলা আয়োজনের ইতিহাসে নজিরবিহীন। রাজ্যের অর্থ দফতরের সূত্রে খবর রাজ্যের পর্যটন দপ্তর, তথ্য ও সংস্কৃতি দপ্তর, রাজ্য পুলিশ, দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন, পূর্ত দপ্তর সহ সরকারের অনেকগুলি বিভাগের টাকা খরচ হবে। টাকার অঙ্ক বিশাল সন্দেহ নেই। এবার এই মেলার পাঁচদিন পরে অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ১২জানুয়ারি থেকে সাগর মেলা শুরু। চলবে ১৬ জানুয়ারি পর্যন্ত।