
পশ্চিমবঙ্গ দিবস পালনের দিনক্ষণ ঠিক করতে সর্বদলীয় বৈঠক ঢেকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু বৈঠকে থাকবে না বামফ্রন্ট্র, কংগ্রেস, বিজেপি। সূত্রের খবর এসইউসিআই এবং নকশাল পন্থী দল সিপিএম লিবারেশনের প্রতিনিধিরা। আজ মঙ্গলবার বিকেল চারটে নাগাদ সর্বদল বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে, কমিটি তৈরির চিন্তা ভাবনা করেছে রাজ্য সরকার। কমিটির অ্যাডভাইজার করা হবে সৌগত বসুকে। বৈঠকে রাজ্য সঙ্গীত কি হবে তা নিয়ে ও আলোচনা হতে পারে।
প্রসঙ্গত, ‘পশ্চিমবঙ্গ দিবস’ বিজেপির পছন্দের ২০ জুন পালিত হোক, চায় না রাজ্য সরকার। বিজেপির দেখাদেখি ওই দিনটি পালন করেছে রাজভবন। চলতি বছর রাজ্যছপাল সিভি আনন্দ বোস দিনটি পালন করেছেন। ২০ জুন ‘পশ্চিমবঙ্গ দিবস’ এর বিরোধিতা করে বিধানসভায় প্রস্তাব আনতে চলেছে রাজ্য। তার আগে মঙ্গলবার বিকেল চারটেয় সর্বদল বৈঠক। সেই বৈঠকে কার্যত অংশ নেবে না বাংলার প্রক্তন দুই শাসক বামফ্রন্ট্র, কংগ্রেস। বর্তমান রাজ্য বিধানসভার বিরোধী দল বিজেপি বৈঠকে থাকবে না বলে আগেই জানিয়ে দিয়েছে।