
সঞ্জয় রায় চৌধুরী, কলকাতা: বিশ্ব জুড়ে পালিত হচ্ছে নবী দিবস। মুসলিম সম্প্রদায়ের বাচ্চা থেকে বুড়ো উৎসবে সামিল হয়েছেন। কলকাতাতে সকাল থেকেই শুরু হয়েছে উৎসব। শহরের বিভিন্ন জায়গায় মিছিল করে নবী উৎসব পালন করেছেন তারা। নবী হজরত মোহাম্মদের প্রতি সম্মান জানাতে এই উৎসব পালন হয়ে থাকে।
মুসলিম সম্প্রদায়ের মানুষর কাছে এই দিনটি অতি পবিত্র একটি দিন। প্রতি বছর নবী হজরত মহম্মদ এর জন্মদিন উপলক্ষে হিজরি বর্ষের তিন নম্বর মাসে এই উৎসব পালন করে থাকেন ধর্মপ্রান মুসলিম সম্প্রদায়ের মানুষ। মূলত শিয়া ও সুন্নি এই দুটি মুসলিম সম্প্রদায়ের মানুষরাই এই উৎসব পালন করে থাকেন। এদিন মহম্মদ এর জীবনকে স্মরণ করে এবং কোরান পাঠ করেন, সঙ্গে গরীব মানুষদের খাদ্য বস্ত্র দান করেন। প্রার্থনা সভার আয়োজন করে মসজিদে যান। অনেকে এই দিনটিকে শোক প্রকাশের দিন হিসেবেও মেনে নেন। শহর কলকাতা তথা সাড়া রাজ্য জুড়ে আজ পালিত হচ্ছে নবী দিবস। সকাল থেকেই আমাদের ক্যামেরাতে ধড়া পড়লো সেই ছবি। শহর কলকাতার বিভিন্ন রাস্তায় মিছিল করে নবী উৎসব পালন করেছেন তারা। ভারত ছাড়াও বাংলাদেশ পাকিস্তান,তুরস্ক, শ্রীলংকা, নাইজেরিয়াl, ইথিওপিয়া এইসব দেশেও এই উৎসব পালন হয়ে থাকে।