
সুরজিত দাস, নদীয়াঃ নদীয়ার রামসীতা পাড়ায় দলীয় নেত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নবীন চক্রবর্তী নামের এক বিজেপি নেতাকে গ্রেফতার করল পুলিশ।পুলিশ ও স্থানীয় সূত্রে মারফত জানা গিয়েছে, গত ১২ ডিসেম্বর বিজেপি নদিয়া সাংগঠনিক জেলা দক্ষিণের সহ-সভাপতি নবীন চক্রবর্তী দলীয় এক নেত্রীকে ধর্ষণের চেষ্টা করে ।এই ঘটনার প্রতিবাদ করলে ওই নেত্রীকে মারধর করার পাশাপাশি মেরে ফেলার হুমকি ও দেওয়া হয় বলে অভিযোগ। মঙ্গলবার সন্ধ্যায় নির্যাতিতা ওই নেত্রী নবদ্বীপ থানায় নবীন চক্রবর্তীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করলে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ।বুধবার সকালে অভিযান চালিয়ে শহরের রামসীতাপাড়ার থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়।বুধবার দুপুরে তাকে আদালতে পেশ করে পুলিশ। অভিযুক্ত বিজেপি নেতা নবীন চক্রবর্তী বলেন, বর্তমানে ভালো রাজনীতি করার কোনো যুগ নেই। আমার বিরুদ্ধে যে অভিযোগ দায়ের করা হয়েছে তার সঙ্গে বাস্তবের কোন ভিত্তি নেই। এটা আমার বিরুদ্ধে সম্পূর্ণ ষড়যন্ত্র। এই ঘটনার পর কটাক্ষ করতে ছাড়েনি স্থানীয় তৃণমূল নেতৃত্ব । অন্যদিকে অভিযোগকারী ওই বিজেপি নেত্রী সংবাদ মাধ্যমের সামনে কিছু জানাতে চান নি।